ওসমানীনগরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিপর্যয়
প্রকাশিত হয়েছে : ১:৪৪:০৮,অপরাহ্ন ৩১ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ভেঙে এবং ওপড়ে পড়েছে সহস্রাধিক গাছপালা। নষ্ট হয়েছে জমির ফসল। পল্লী বিদ্যুতের কয়েকটি খুঁটি ক্ষতিগ্রস্থ হওয়ায় এবং বিদ্যুৎ বিতরণ লাইনের শতাধিক স্থানে গাছ পড়ে লাইন ছিড়ে যাওয়ায় রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার গরীব অসহায় লোকজন।
মঙ্গলবার রাত থেকে প্রচন্ড বেগে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের তান্ডবে তছনছ হয়ে গেছে ওসমানীনগরের প্রকৃতি। ঝড়ের তান্ডবে ৮ ইউনিয়নের বেশ কয়েকটি কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গরীব অসহায় অনেকের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে এবং অনেকের কাচাঘর মাটির সাথে মিশে গেছে। সহস্রাধিক ছোট বড় গাছপালা ভেঙে পড়ায় অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করেছে। শতাধিক স্থানে বিদ্যুৎ লাইন ছিড়ে যাওয়ায় এবং খুঁটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাবাসী।
এদিকে শিলাবৃষ্টিজনিত কারণে ফসলের বেশ ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। এই মৌসুমে শিলা বৃষ্টিতে আমের মুকুলের ও ক্ষতি হয়েছে। তাতক্ষণিকভাবে ঝড় ও শিলা বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা অনুমান করা যায়নি।
এই মৌসুমে শুধু বৃষ্টিপাত হলে ফসলী জমির জন্য বেশ উপকার হত, আর কিছুদিনের মধ্যেই কৃষি জমিতে ধান গজাবে। কিন্তু শিলাবৃষ্টির কারণে অনেক ধান গাছ জমিতে মিশে গেছে। এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন কৃষকরা।