হরতালের প্রভাব নেই ওসমানীনগরে
প্রকাশিত হয়েছে : ৩:৪০:৫৮,অপরাহ্ন ২৮ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক:
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোনো প্রভাব পড়েনি সিলেটের ওসমানীনগরে। জীবনযাত্রাসহ সব কিছুই রয়েছে স্বাভাবিক। সকাল থেকে বাস না চললেও দোকানপাটসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুর পর্যন্ত উপজেলার কোথাও হরতালের সমর্থনে বা হরতালবিরোধী কাউকে মিছিল করতে দেখা যায়নি।
রোববার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে দেখা গেছে, প্রতিদিনের মত আজও সকল দোকান-পাট, মার্কেট, বাজার খোলা রয়েছে। উপজেলাজুড়ে মানুষের আনাগোনা অন্যান্য দিনের মতোই রয়েছে। এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর যায়নি। এদিকে হরতাল প্রতিরোধে বিভিন্ন সড়কে অবস্থান করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম।