ইন্টারভিউ দিতে গিয়ে ‘হাসির পাত্র’, ৯ বার প্লাস্টিক সার্জারিতে চেহারা বদল
প্রকাশিত হয়েছে : ১১:১৮:৩৫,অপরাহ্ন ০৬ মার্চ ২০২১
প্লাস্টিক সার্জারির কথা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ করে বাধ্য হয় নিজের প্রয়োজনে। কিন্তু হাসির পাত্র হয়ে জ্বেদের বসে প্লাস্টিক সার্জারি কেউ করবে আমাদের ভাবতেও কিন্তু অবাক লাগে। তাও যদি নিজের চেহারা। একবার দুইবার নয় নয়বার নিজের চেহারা পরিরর্তন করে
হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ভিয়েতনামের যুবক ডো কোয়েইন।
২৬ বছর বয়সী ডো টিকটক অ্যাকাউন্টে নিজের আগের ছবি এবং ৯টি প্লাস্টিক সার্জারির পর বর্তমান ছবি পোস্ট করেন। আর সেটা দেখার পরই অবাক হয়ে যান নেটিজেনরা। কারণ দু’টি ছবিই ছিল ভিন্ন। এরপরই এই নিয়ে নেটিজেনরা তাকে এই বিষয়ে প্রশ্ন করতে থাকেন।
শেষপর্যন্ত ডো নিজেই সত্যিটাও জানিয়ে দেন। আসলে একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে হাসির পাত্রে পরিণত হয়েছিলেন তিনি। তাঁকে দেখতে খারাপ হওয়ায় সেখানে উপস্থিত অনেকেই তাঁর উপর হেসেছিলেন। এই কারণেই প্লাস্টিক সার্জারির করার বিষয়ে মনস্থির করেন। শেষ পর্যন্ত ৪০০ মিলিয়ন ডং ১৫ লাখ টাকা খরচ করে ন’টি প্লাস্টিক সার্জারি করান। যার মধ্যে ছিল রিনোপ্লাস্টি , চিবুক, ঠোঁটের অস্ত্রোপচারও। এছাড়া করিয়েছেন চোখের জন্য সার্জারি করিয়েছেন তিনি।