সিলেটে ফিরলেন আরও ১৬২ লন্ডনী
প্রকাশিত হয়েছে : ৯:৩২:২৭,অপরাহ্ন ০১ মার্চ ২০২১
সুরমা নিউজ:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের অবতরণ করল লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইট। ফ্লাইটে আসা ১৬২ জন যাত্রী ছিলেন।
ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে ১৫৭ জন যাত্রী সিলেটের।
ওসমানী বিমানবন্দর মেডিকেল টিমের প্রধান সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে আসা ১৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এদের মধ্যে হোটেল ব্রিটেনিয়াতে ২৭ জন, হোটেল অনুরাগে ১৮ জন, হোটেল নূরজাহানে ১১ জন, হোটেল হলিগেটে ৩০ জন, হোটেল হলি সাইডে ৮ জন, হোটেল স্টার প্যাসিফিকে ২০ জন, হোটেল লা রোজে ২৪ জন, হোটেল লা ভিস্তায় ১৫ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ৩ জন এবং রয়েল প্লাম হোটেলে ৬ জন উঠেছেন।