ওসমানীনগরে বিএনপির আটটি ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৩২,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২১
452 - 452Shares
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর উপজেলার আওতাধীন বিএনপির আটটি ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওসমানীনগর উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমেদ এ কমিটিগুলোর অনুমোদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সিলেট-২ আসনের আগামীদিনের ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনা।
ওসমানীনগর উপজেলার আওতাধীন বিএনপির আটটি ইউনিয়নে আহবায়ক হলেন যারাঃ
১নং উমরপুর ইউনিয়নঃ আহবায়ক-আব্দুল খালিক।
২নং সাদীপুর ইউনিয়নঃ আহবায়ক-শেখ সফিক উদ্দীন।
৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নঃ আহবায়ক-জালাল উদ্দীন আহমদ।
৪নং বুরুঙ্গা ইউনিয়নঃ আহবায়ক-নুরুল ইসলাম জিতু।
৫নং গোয়ালাবাজার ইউনিয়নঃ আহবায়ক-কামরুল ইসলাম।
৬নং তাজপুর ইউনিয়নঃ আহবায়ক-আব্দুল হান্নান।
৭নং দয়ামীর ইউনিয়নঃ আহবায়ক-সুজন মিয়া।
৮নং উসমানপুর ইউনিয়নঃ আহবায়ক-আবদুল্লাহ মিসবাহ।
452 - 452Shares