আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উমরপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:২০:৫৯,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২১
6 - 6Shares
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার বাংলা দাবিতে রাজপথে শহীদ হন রফিক,শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রোববার ২১ ফেব্রুয়ারি ওসমানীনগর উপজেলার ১ নং উমরপুর ইউনিয়ন পরিষদ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সকাল দশটায় উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সভাপতিত্বে মারুতি নন্দন ধাম এর পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার দাবিতে রাজপথে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে।
২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশ এ দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করছে ভলে তারা জানান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুজগিপুর মানউল্লাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল খালিক,মোঃ রুকন আহমেদ চৌধুরী, সৈয়দ মাসুদ আলী,মোছাম্মদ সাবানা বেগম, হিসাব রক্ষক সমশির মিয়া, মোঃ রাজন আহমেদ, এক নং উমর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মিয়া, যুবলীগ নেতা ছালিক মিয়া, এছাড়াও আরও উপস্থিত ছিলেন খুজগিপুর মানউল্লাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
6 - 6Shares