সস্ত্রীক করোনা টিকা নিলেন ওসমানীনগর আ’লীগের সভাপতি
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:৩৬,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সবাইকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে ও নিজেদের পরিবারকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহন করেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ও উনার স্ত্রী নিলুফার রহমান।
সোমবার দুপুরে বালাগঞ্জ উপজেলা হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিন গ্রহন করেন তারা। এসময় উপস্থিত সকলের প্রতি উদ্যেশ্য করে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বলেন, আপনারা যারা টিকা নিতে এসেছেন তারার নির্ভয়ে টিকা গ্রহন করুন। এখন পর্যন্ত করোনার টিকা নিয়ে কেউ অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। একটি কুচক্রী মহল টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করে বাংলাদেশে করোনার টিকা নিয়ে এসছেন। এখনো বেশিরভাগ দেশে করোনার টিকা পৌছায়নি। প্রধানমন্ত্রী দেশের সাধারণ জনগনের কথা সব সময় চিন্তা করে আপনাদের হাতের কাছে ভ্যাকসিন নিয়ে এসেছেন। এখন আপনারা ভ্যাকসিন গ্রহন করুন, সবাই নিরাপদ থাকুন।