দেড় কিলোমিটার রাস্তার জন্য দুর্ভোগে ওসমানীনগর-বিশ্বনাথের হাজারো মানুষ
প্রকাশিত হয়েছে : ১:০১:৩৯,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২১
150 - 150Shares
নিজস্ব প্রতিবেদক:
পথের পরিধি দেড় কিলোমিটার, এরই মধ্যে দুই উপজেলার সংযোগ। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। শুকনো মৌসুমে পায়ে হেটে কিংবা প্রয়োজনের তাগিদে রিক্সা বা সিএনজি করে হয় যাতায়াত। বর্ষার শুরু থেকে শেষ অবধি চলে কাদার খেলা। স্থানীয় বাসিন্দা কিংবা পথচারিদের দুর্ভোগ পোহাতে হয় নিত্য দিন।
ওসমানীনগর উপজেলার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত দেড় কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দিন থেকে রয়েছে অবহেলিত। সরকারের পালাবদলে একাধিক এমপির কাছে ধরনা দিয়েও কোন সুফল পাওয়া যায়নি। রাস্তাটি সংস্কার কাজ কিংবা পাকাকরণ করা হলে বিশ্বনাথ উপজেলার সাথে সংযোগ সড়ক হিসাবে রুপান্তরিত হবে।
উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের বাসিন্দা এখলাছুর রহমান (বাদল) বলেন , রাস্তাটির জন্যে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ইয়াহইয়া চৌধুরী কাছে গিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। সর্বশেষ বর্তমান এমপি মোকাব্বির খানের কাছে বছর খানেক আগে রাস্তা পাকাকরণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন পত্র জমা দেওয়া হলেও কোন সুফল পাওয়া যায়নি।
একই গ্রামের বাসিন্দা বশির উদ্দিন এবং তোফায়েল চৌধুরী বলেন, দেড় কিলোমিটার রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে থাকায় চলাচলে বিঘ্নতা ঘটছে। কষ্ট হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। এছাড়াও বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলার সংযোগ রাস্তা হওয়ায় দুই উপজেলার মানুষই রয়েছেন ভোগান্তিতে।
মোঃ মাহবুবুর রহমান বলেন, স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন এলে বিশ্বনাথ এবং ওসমানীনগর দুই উপজেলার মানুষ রাস্তাটি দুই উপজেলার বলেই উন্নয়নের অঙ্গিকার করেন কিন্তু শেষ পর্যন্ত কোন কাজ হয়না। রাস্তাটি সংস্কার কিংবা পাকাকরণ অতিব জরুরী।
বর্তমান আওয়ামীলীগ সরকার গ্রামকে শহর করার লক্ষ্যে নিয়েই উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। কিন্তু অবহেলিত এই জণপদে উন্নয়নের চোয়া লাগেনি কখনো। এলাকাবাসীর দাবী স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন কোন প্রকার বৈষম্য না করে রাস্তাটির সংস্কার কাজ কিংবা পাকাকরনে যেন এগিয়ে আসেন।
150 - 150Shares