ভারতের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে প্রথম বারের মতো বাংলাদেশি সেনারা
প্রকাশিত হয়েছে : ২:৪৬:৪২,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০২১
22 - 22Shares
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশের একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট। মুজিববর্ষ, স্বাধীনতা ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এই অংশগ্রহণ ছিল দলটির।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মঙ্গলবার কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত ১২২ সদস্যবিশিষ্ট সশস্ত্র বাহিনীর একটি দল।
এ বছর করোনার কারণে কুচকাওয়াজের সময় কমিয়ে আনা হয়। মাত্র ৩০ মিনিট মূল কুচকাওয়াজের সময় নির্দিষ্ট করা হয়। একই সাথে কমানো হয় অতিথির সংখ্যাও। শিশু এবং বয়স্কদের এই বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রবেশাধিকার ছিলোনা। করোনার কারণে কোনো বিদেশি অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়নি।
এই কুচকাওয়াজে ভারতীয় সেনারা বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজের সাথে এদিন ভারতের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরে দিল্লির রাজপথে ট্যাবলো প্রদর্শন করে।
কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ভারতের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করেন। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের ইতিহাসে দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিল। ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান আহমেদসহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা ওই অনুষ্ঠানে বাংলাদেশের কুচকাওয়াজ উপভোগ করেন। সোমবার (২৫ জানুয়ারি) দিল্লিতে বাংলাদেশ কন্টিনজেন্টের মহড়ার একটি ভিডিও টুইটারে প্রকাশ করে ভারতীয় দূতাবাস।
22 - 22Shares