ওসমানীনগরে একরাতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
প্রকাশিত হয়েছে : ১১:৩০:১৮,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০২১
31 - 31Shares
সিলেটের ওসমানীনগরে একরাতে তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ প্রায় ২লাখ টাকার মালামাল লুঠে নিয়েছে চোরেরা। গত শুক্রবার রাতে উপজেলা তাজপুর বাজারে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতের যেকোন সময় তাজপুর কাশিপাড়া রোডস্থ মা ভেরাইটিজ স্টোর, সুমি এন্ড খাদিজা ভেরাইটিজ স্টোর ও আশরাফ এন্টারপ্রাইজে টিনের চাল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে চোরেরা। এসময় দোকানে থাকা নগদ টাকা, সিগারেট ও দুধসহ তিনটি দোকান থেকে প্রায় ২লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা।
মা ভেরাইটিজ স্টোরের শাহেদ আলী জানান, আমার দোকনসহ তিনটি দোকানে চুরি হয়েছে। চোরেরা আমার দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। চোরেরা দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ গুলোও কেটে রেখে গেছে বলে জানান তিনি।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
31 - 31Shares