সৌদি আরবে করোনায় আক্রান্ত বিএনপি নেতা হুমায়ুন, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:১১,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা হুমায়ুন আহমেদ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি সৌদি আরবস্থ নিজ গৃহে কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান।
তিনি বলেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা হুমায়ুন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ গৃহে কোয়ারেন্টাইনে আছেন। সুস্থতা কামনায় তিনি দেশ-বিদেশে সবার কাছে দোয়া চেয়েছেন।
আজ শনিবার বাদ আছর নগরীর রিকাবি বাজারস্থ মধুশহীদ জামে মসজিদে হুমায়ুন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।