লণ্ডভণ্ড উইন্ডিজ ব্যাটিং অর্ডার
প্রকাশিত হয়েছে : ১:২৭:৫০,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২১
স্পোর্টস রিপোর্টার: প্রথম ম্যাচের ব্যাটিং বিপর্যয় ঠেকাতে ধীর গতিতে ইনিংস আগানোর চেষ্টা করছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। কিন্তু সাকিব,মোস্তাফিজ, মিরাজদের বোলিং তোপে ৭ উইকেট হারিয়ে ল-ভ- সফরকারী ব্যাটিং অর্ডার।
ক্যারিবীয় ব্যাটিং অর্ডারে শেষ পেরেক ঠুকে দেন নবাগত হাসান মাহমুদ। হাসানের বলে ইনসাইডেস বোল্ড হয়ে ২০ রানে মাঠ ছাড়েন এনক্রুমাহ বনার।
এর আগে নিজের দ্বিতীয় উইকেট হিসেবে জেসন মোহাম্মদকে লেগ বিফোরের ফাঁদে ফেললেন সাকিব। মাঠ ছাড়ার আগে জেসনের সংগ্রহ ২৬ বলে ১১ রান।
এর আগে রান আউট হন কাইল মেয়ার্স। নাজমুল হোসেন শান্তর করা থ্রু দক্ষতার সঙ্গে ধরে স্ট্যাম্পিং করেন মুশফিকুর রহিম।
এর আগে ১৩ ওভারের প্রথম বলে মিরাজের বল খেলতে গিয়ে তামিম ইকবালের তালুবন্দী হন চেমার হোল্ডারের পরিবর্তে নামা কেজর্ন অটলি। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ২৪ রান করেন তিনি। একই ওভারে জশুয়াকে ক্লিন বোল্ড করেন মিরাজ।
২২ বল খেলে মাত্র ৫ রান করেন এই ক্যারিবীয় ওপেনার।
মিরাজের জোড়া উইকেট শিকারের পরই সাকিবের স্পিন ঘূর্ণিতে বোল্ড হন আন্দ্রে ম্যাকার্থি। ৭ বলে ৩ রান করেন তিনি।
এর আগে সুনীল অ্যামব্রিসের উইকেট নেন মোস্তাফিজুর রহমান।
এই প্রতিবেদনটি করা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৭২ রান। ক্রিজে রয়েছেন রোভম্যান পাওয়েল (০) ও রেইমানন রেইফার (০)।