দেশে আসছেন আওয়ামী লীগ নেতা আম্বিয়া
প্রকাশিত হয়েছে : ৪:০৬:১৭,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ :
যুক্তরাজ্য থেকে সফর শেষে দেশে আসছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারন সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস জাবেদ আহমদ আম্বিয়া। তাঁর আগমনে নেতাকর্মীদের মধ্যে প্রানচঞ্চল দেখা দিয়েছে।
জাবেদ আহমদ আম্বিয়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন। যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে তিনি ৪ ফেব্রুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে জানা গেছে।