লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে ওসমানীনগরের একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:৪০,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২১
305 - 305Shares
ওসমানীনগর প্রতিনিধি:
লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে ওসমানীনগরের আব্দুল হান্নান (৫২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আব্দুল হান্নান হচ্ছেন উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত হাজী তোতা মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে মরহুমের শ্যালক সুপার চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১০ দিন পূর্বে লন্ডনের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে মৃত্যু হয় তার। আব্দুল হান্নান একছেলে ও একমেয়ের জনক। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে প্রবাসে অবস্থান করছেন।
305 - 305Shares