মৌলভীবাজারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:২৮:৩০,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০২১
30 - 30Shares
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মৌলভীবাজার জেলা কর্তৃক শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, জরুরী চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দুর্যোগ খাতে মঞ্জুরীকৃত অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৯ জানুয়ারি সকালে জেলা প্রশাসন সভা কক্ষে এ অনুদানের অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ মতিউর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মৌলভীবাজার শাখা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও অনুদান পাওয়া সংগঠনের সদস্যবৃন্দ।
30 - 30Shares