উসমানপুরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি ওয়ালী উল্লাহ বদরুল’র সমর্থনে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২:৫৮:৩৬,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২১
ওসমানীনগর প্রতিনিধি:
ইউনিয়ন নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠছে ইউনিয়ন জনপদ। নির্বাচনকে নিয়ে চায়ের কাপে উঠছে ভোটের ঝড়। চলছে মতবিনিময় কিংবা গণসংযোগ। নির্বাচনের অনেক আগে থেকেই লুকিয়ে কিংবা প্রকাশ্যে চলছে নানান প্রচারণা। প্রতিটি এলাকার সর্বত্র একটাই আলোচনা কে হচ্ছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান? কেইবা পাচ্ছেন দলের মনোনয়ন। এমন আলোচনা চলছে ওসমানীনগর উপজেলার ৮নং উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদকে ঘিরে। বিশেষ করে সরকার দল আওয়ামী লীগের মনোনয়নের জন্য অনেকেই গোপনে কিংবা প্রকাশ্যে মাঠ চষে বেড়াচ্ছেন।
এমনই একজন মনোনয়নপ্রত্যাশী হলেন ওয়ালী উল্লাহ বদরুল। নির্বাচনকে ঘিরে তিনি আছেন ভোটের ময়দানে। আশা করছেন উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের। এরই অংশ হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং উসমানপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ওয়ালী উল্লাহ বদরুল এর সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ মুরব্বি, সমাজসেবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুব সমাজকে নিয়ে এ নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাউৎখাই গ্রামবাসী ও পূর্ব মঈনপুর গ্রামবাসী ওয়ালী উল্লাহ বদরুলকে দল-মত নির্বিশেষে সর্ব সম্মতিক্রমে সমর্থন করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে তার সাথে থাকার মত ব্যক্ত করেন।