যুবলীগের সিলেট বিভাগের দায়িত্বে রফিকুল-রেজাউল
প্রকাশিত হয়েছে : ১১:২০:৩২,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভাগীয় দায়িত্ব বন্টন করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) যুবলীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্যদের (ভার্চুয়ালি) প্রথম সভায় দায়িত্ব বন্টন করা হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সিলেট বিভাগের দায়িত্ব দেয়া হয় যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম সৈকত জোয়ার্দ্দার ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. রেজাউল কবির কে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসিডিয়াম সদস্যদের ভার্চুয়ালি সভায় এই দায়িত্ব বণ্টন করা হয়।
বুধবার (১৩ জানুয়ারি) সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো.রফিকুল আলম সৈকত জোয়ার্দ্দার বলেন, গতকাল বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের বৈঠকে সারাদেশের সাংগঠনিক টিমের দায়িত্ব দেয়া হয়।পবিত্র নগরী সিলেটের দায়িত্ব দেয়া হয়েছে আমি ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবিরকে । আমরা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শ অনুযায়ী পরবর্তী করনীয় ঠিক করবো।
শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠিত মঙ্গলবারের ভার্চুয়াল সভায় সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনসংক্রান্ত কর্মসূচি প্রণয়ন কমিটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রকাশনা-পুস্তিকা-বুকলেট প্রকাশসংক্রান্ত কমিটি, বাজেট প্রণয়ন কমিটি গঠনসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানে সিলেটসহ নয়টি সাংগঠনিক বিভাগের জন্য নয়জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদকদের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দুটি করে বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, খালেদ শওকত আলী, এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পবন, নবী নেওয়াজ, আবুল কালাম আহসানুল হক চৌধুরী এমপি, এনামুল হক খান, সাজ্জাদ হায়দার লিটন, মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, সেলিম আলতাফ জর্জ এমপি, মৃণাল কান্তি জোয়ার্দ্দার, তাজউদ্দিন আহমেদ, জুয়েল আরেং এমপি, জসিম মাতুব্বর, আনোয়ার হোসেন ও এম শাহাদাত হোসেন তসলিম।