ওসমানীনগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোসাদ্দিক আলীকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশিত হয়েছে : ৪:৩০:১৯,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০২১
147 - 147Shares
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোসাদ্দিক আলীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সিলেট জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১২জানুয়ারি) সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে আগামী ১৭ জানুয়ারি লিখিত বক্তব্যসহ স্বশরীরে উপস্থিত থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গত ২৮ ডিসেম্বর ২০২০ ইং রোজ সোমবার ওসমানীনগর উপজেলা ছাত্রদল এক প্রস্তুতি সভার আয়োজন করে। উক্ত সভায় নেয়াকর্মীদের সাথে অসৌন্যমূলক আচরণ করে চরম উশৃংখলতার পরিচয় দিয়েছেন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভাবমূর্তী ক্ষুন্ন হয়েছে। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্যসহ স্বশরীরে আগামী ১৭ জানুয়ারি ২০২১ ইং রোজ রবিবার বিকেল ৪ ঘটিকায় জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
147 - 147Shares