ওসমানীনগরে স্কুল পর্যায়ে প্রথম বারের মতো পুষ্টি কর্ণারের উদ্ধোধন
প্রকাশিত হয়েছে : ৮:২৯:৪৩,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১
কৈশোরকে অবহেলা নয়,জীবন গড়ার এই তো সময়’ এই প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে স্কুল পর্যায়ে প্রথম বারের মতো চালু হলো কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা ও পুষ্টি কর্ণার। উপজেলা পুষ্টি সম্মন্বয় কমিটির তত্বাবধানে আরডিআরএস বাংলাদেশ সুচনা কর্মসূচি ও এসওএস শিশুপল্লীর সহযোগিতায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার সচেতনতা নিশ্চিতে উপজেলার মঙ্গলচন্ডি উচ্চ বিদ্যালয়ে পুষ্টি কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মোছা: তাহমিনা আক্তার।
কর্ণারের টেকনিক্যাল সহযোগিতায় ছিলেন সুচনা প্রকল্পের নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তার।উদ্ধোধন শেষে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পুষ্টি উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলচন্ডি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নেয়ামত শরিফ,এসওএস শিশু পল্লীর সহকারী পরিচালক মো: মাজহারুল ইসলাম খান,প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম,সূচনা কর্মসূচির প্রকল্প সম্বন্নয়কারী ফরাজদূক ভ‚ইয়া,প্রকল্পের উপজেলা সম্মন্বয়কারী মিজানুল হক। সভায় বক্তারা বলেন,পুষ্টি উন্নয়নের বুনিয়াদ,খাদ্যের কথা ভাবতে হলেও ভাবতে হয় পুষ্টির কথা। পুষ্টির সঙ্গে জড়িয়ে আছে আমাদের খাদ্য, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, শিক্ষা, সামাজিক সুরক্ষাসহ সার্বিক পরিকল্পনা।
করোনা ভাইরাস সংক্রমণের ফলে মা ও শিশুর যেন পুষ্টিকর খাবারের অভাব না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তারা। উপজেলা পুষ্টি সম্বন্নয় কমিটির আয়োজনে সভা ও পুষ্টি কর্ণারের উদ্ধোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিকসহ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।