ওসমানীনগরে আসছেন মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী
প্রকাশিত হয়েছে : ১২:৪১:১৩,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরের সম্মানপুর মোকামপাড়া ইসলামী সুন্নী যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে ১৫তম বার্ষিক ইসলামী সুন্নী মহা সম্মেলন আগামী ১৯জানুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
আগামী ১৯জানুয়ারী মঙ্গলবার জামে মসজিদ সংলগ্ন মাঠে সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মহা সম্মেলন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন, মোঃ সোবহান উল্ল্যা, মোঃ নিজাম মিয়া, মোঃ ছালাত উল্ল্যা, মোঃ এখলাছ মিয়া, মোঃ মান উল্ল্যা, মোঃ হাঃ ক্বারী ফারুক মিয়া। ইসলামী এ মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা পীর মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফেহ ক্বারী আফজল হোসেন আশেকী, সম্মেলনে প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা পীরজাদা মুফতী আল আমিন ইসলাম যুক্তিবাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফেজ ক্বারী নুরুজ্জামান।