বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে নগরীতে কৃষক লীগের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:৩৮,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২০
16 - 16Shares
সুরমা নিউজ:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ কৃষকলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ৫ ডিসেম্বর শনিবার রাতে নগরীর জেলা পরিষদের সামন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জননেতা কামরান (সিটি) চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি হাজী তেরাব আলী, সহ সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আহমদুর রব, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, কুটির শিল্প বিষয়ক সম্পাদক সাইয়ূম বকত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুয়েব আহমদ লকুছ, আশফাক আহমদ, জুবের আহমদ, কামাল আহমদ খোকন প্রমুখ।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে শাহ নিজাম উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরকারীরা দেশ ও জাতির দুশমন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষাণ¦ীত হয়ে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা মাথাচারা দিয়ে উঠছে। তারাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তিনি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে দেশপ্রেমিক জনতার প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
16 - 16Shares