কেশবপুরে শ্রীরামপুর বাজারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:০০,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০২০
সোহেল পারভেজ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
“ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধ করি, সুখি সুন্দর বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরের শ্রীরামপুর বাজারে ধর্ষণ, নারী ও শিশুদের উপর যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সূর্য তরুণ খেলা ঘরের আয়োজনে সংগঠনের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলা ঘরের সদস্য ও কেশবপুর উপজেলা খেলা ঘরের সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা খেলা ঘরের উপদেষ্টা প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, পূরবী খেলা ঘরের সভাপতি বাবুর আলী গোলদার ও সাহিত্য সম্পাদক মাছুদা বেগম বিউটি, মধু খেলা ঘরের আহবায়ক ফেরদৌস কবীর সৌরভ ও সদস্য মিজানুর রহমান। অনান্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রুহুল আমিন, আব্দুল ওহাব, মাছুরা খাতুন, আল মামুন প্রমুখ।