ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় চেয়ারম্যান গেদাই গুরুতর আহত
প্রকাশিত হয়েছে : ২:৩৪:০৯,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২০
45 - 45Shares
ওসমানীনগর প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই। বৃহস্পতিবার রাতে ওসমানীনগর থানা কমপ্লেক্সের সামনে এ দুঘর্টনাটি হয়। ঘটনার পর পরই তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সিলেটগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ঠ ১৫-১০৫২) ওসমানীনগর থানা কমপ্লেক্সের সামনে চেয়ারম্যান আব্দুল মতিন গেদাইয়ের শেরপুরগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১২-৮৯৪৯) কে সরাসরি ধাক্কা দেয়। এ সময় চেয়ারমান আব্দুল মতিন গেদাই নিজে কার চালাচ্ছিলেন। পিকআপের ধাক্কায় প্রাইভেট কারটির সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চেয়ারম্যান গেদাই মারাত্মক আহত হন।
পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মতিন গেদাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান আব্দুল মতিন গেদাইকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
45 - 45Shares