আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মাঝি হয়ে লড়তে চান সাবেক ছাত্রনেতা এ্যাড. রিগান
প্রকাশিত হয়েছে : ৪:৩৩:৫৭,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০২০
সুরমা নিউজ:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪ নং আড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হয়ে লড়তে চান দৌলতপুর উপজেলার সাবেক ছাত্রনেতা, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সাউথইষ্ট টোয়েন্টিফোর ডটকম এর চেয়ারম্যান এ্যাড. মির্জা আলম রিগান।
সাবেক এই ছাত্রনেতা একটি বিবৃতিতে বলেন, মানুষের খেদমতে নিজেকে বিলিয়ে দিতে চাই। পার্টি যদি আমাকে জনগণের খেদমত করার জন্য নৌকা দেয় আমি নির্বাচনে আসবো। আমি পার্টিকে সম্মান জানিয়ে বলছি, পার্টির উর্ধ্বে আমি নয়।
এলাকার স্থানীয় জনগণের সাথে আলাপ কালে, কেউ ছেলে, কেউ ভাই, কেউ বন্ধু সম্মোধনে ভূয়োসী প্রসংশা করে বলেন, বৈঠা হাতে নৌকার কান্ডারী হিসেবে আড়িয়া ইউনিয়নের খেটে খাওয়া মানুষের পাশে সব সময় এ্যাডঃ মির্জা আলম রিগান কে চাই।