আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী’র মৃত্যুতে আলতাফুর রহমান সুহেল’র শোক
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:৪৭,অপরাহ্ন ১২ নভেম্বর ২০২০
সুরমা নিউজ:
ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও নিজ করনসী শাহ সুলেমান করনী (রঃ) মাদরাসার সভাপতি, প্রবীন মুরব্বী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নানিলিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬:৩০ মিনিটের সময় নগরী কাপন তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর স্মৃতি আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে আজীবন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমীন।