হবিগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ১১৭ জন
প্রকাশিত হয়েছে : ১০:১৮:৪৮,অপরাহ্ন ০১ জুলাই ২০২০
সুরমা নিউজ :
হবিগঞ্জে ১১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে বুধবার (১ জুলাই) তাদের করোনা শনাক্ত হয়। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ৫৯ জন, মাধবপুর ১৭ জন, চুনারুঘাট ১৬ জন, নবীগঞ্জ ১৫ জন, বাহুবল ৯ জন, বানিয়াচং একজন।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২২ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন এবং সুস্থ হয়েছেন ২১৮ জন।