করোনা যেন ঈদের কেনাকাটার কাছে তুচ্ছ
প্রকাশিত হয়েছে : ১০:৩২:২৩,অপরাহ্ন ২৩ মে ২০২০
140 - 140Shares
আমজাদ হোসাইন:
বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনা ভাইরাস। পুরো পৃথিবীকে একই সাথে একই সময়ে উল্টে-পালটে দিচ্ছে এই মহামারী । থমকে দিয়েছে দৈনিক রুটিনবাঁধা জীবনধারা।ধনী-গরিব, নারী-পুরুষ, বড়-ছোট, কেউই তার কবল থেকে রক্ষা পাচ্ছে না। প্রতিনিয়ত আতংকের মাঝে বিরাজ করছে প্রতিটি মানুষ।
তাই এই কোভিড-১৯ রোগটি রয়েছে প্রত্যেকের চিন্তার কেন্দ্রবিন্দুতে।
সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ।
আমাদের বাংলাদেশে লকডাউন না বলে দেয়া হয়েছিল ‘সাধারণ ছুটি’ যা এখনো চলমান।করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রায় পুরো বিশ্ব একমত ছিলো যে বিষয়ে তাহলো লকডাউন । শুরু করেছিল চীন, যেখান থেকে শুরু হয়েছিল করোনাভাইরাসের। তারপর একে একে এই প্রথা চালু হয় সবখানে।তার ধারাবাহিকতায় বাংলাদেশেও
লকডাউন করা হয়েছিলো সব এলাকা যা কিনা ঈদের আগমনী বারতার সাথে শিথিল করা হয়েছে।
কিন্তু বিশেষজ্ঞরা লকডাউনের বিষয়ে যে প্রশ্নটি তুলেছেন সেটি হচ্ছে, বাংলাদেশে কার্যকর কোন লকডাউন আদৌ কখনো ছিল কি-না?
সরকারের শপিংমল খোলার সিদ্বান্তে সিলেটে ব্যবসায়ী মহল সকলের স্বার্থে নিজেরা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে বিরত থেকেছেন। এজন্য তাদের ধন্যবাদ কারন নিজেদের লাভের বাদ দিয়ে তারা প্রাধান্য দিয়েছেন করোনাভাইরাস মোকাবিলায়।
কিন্তু তারপর ও সিলেট এর হাসান মার্কেট সহ মধুবন ইত্যাদি খুলে দিয়ে মৃত্যুর মিছিল কে দীর্ঘায়িত করার পথ যেন সুগম করে দিচ্ছেন।
সিলেট এর প্রান কেন্দ্র বন্দর এলাকায় জনসমাগম এর কমতি নেই, শপিং এর ধুম দেখে মনে হয় করোনা নামক ভয়াল শব্দটি যেন অতি তুচ্ছ কেনাকাটার কাছে।
হায়রে মানুষ বাঁচলে পরে অনেক ঈদ আসবে
কিন্তু এই কেনাকাটা আল্লাহ না করুন যেন জীবনের ইতি টেনে আনে আপনাদের।
আমাদের সিলেটে যে হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা কি যে হবে তা হয়ত কল্পনার বাহিরে।
সামাজিক দূরুত্ব ,স্বাস্থ্যবিধি, ঘরে থাকা কোন কিছুই যেন সঠিক ভাবে মানছি না আমরা।
লকডাউন কারে কয় বুঝি কি আমরা?
আপনাদের এই ঈদের বাজার হয়ত পুরো সিলেট কে কাঁদিয়ে ছাড়বে।
সিলেটে অঞ্চলে করোনা পরিস্থিতি দিন দিন আগের চেয়ে ভয়াবহ হয়ে আকার ধারণ করছে। গত এক সপ্তাহে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে।
গত ৫ এপ্রিল সিলেটে মাত্র ১ জন করোনা আক্রান্ত ছিলো দেড় মাসের ভেতর তা ৫ শতাধিক এর কোটায় চলে গেছে কেবল অসাবধানতা এর মুল কারন। দয়া করে যা হবার হয়ে গেছে এইবার বন্ধ করুন কেনাকাটার মেলা। আমরা নিজেরা ইচ্ছে করে ডেকে আনছি ভয়াবহ পরিস্থিতি। সবাই যদি সচেতন হই, নিজে নিরাপদ থাকি, অন্যকে নিরাপদ থাকতে সাহায্য করি।
আল্লাহ সবাই কে বুঝার তওফিক দিন।
(সুরমানিউজ এর পাঠককলামে প্রকাশিত সব লেখা পাঠক কিংবা লেখকের নিজস্ব মতামত। এই সংক্রান্ত কোনো ধরনের দায় সুরমানিউজ বহন করবে না।)
140 - 140Shares