ঢাকার নাম কারা রেখেছিল ‘ঢাকা’?
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:২৯,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২০
সুরমা নিউজ :
সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে রাজধানী ঢাকার দৃশ্যপট। প্রায় চারশ বছরের পুরনো শহর ঢাকা। কত বিচিত্র ইতিহাসের সাক্ষী এ শহর। কালের পরিক্রমায় কতবার যে বদলেছে এর রূপ! কেমন ছিল অতীতের সেই ঢাকা, কেমন আছে বর্তমান ঢাকা। সপ্তদশ শতাব্দীতে পুরানো ঢাকা মুঘল সাম্রাজ্যের সুবহে বাংলা (বাংলা প্রদেশ) এর প্রাদেশিক রাজধানী ছিলো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এই শহর জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিলো। বিশ্বব্যাপী মসলিন বাণিজ্যের একটি কেন্দ্র ছিলো ঢাকা এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন।
আধুনিক ঢাকার উত্থান মূলত ব্রিটিশ শাসনামলে। তবে ‘ঢাকা’ নামটির উৎপত্তি কীভাবে হয়েছিল সে সম্পর্কে ইতিহাস ঘেটেও স্পষ্ট কোনও তথ্য জানা যায় না। ‘ঢাকা’ নামকরণটি কোন প্রেক্ষাপটে কবে কেন কে করেছিলেন সে সম্পর্কেও নেই সুনির্দিষ্ট তথ্য। এ সম্পর্কে বিভিন্ন জন ও ইতিহাসবেত্তাদের রয়েছে ভিন্ন ভিন্ন মত।
ইতিহাস চর্চায় জানা যায়, রাজা বল্লাল সেন কর্তৃক নির্মিত ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা নামের উৎপত্তি হয়েছে। ঢাকেশ্বরী মন্দির নামের ঢাকা+ঈশ্বরী থেকে “ঢাকা” শব্দের উৎপত্তি। অনেকে আবার বলেন ১৬১০ সালে ইসলাম খাঁ বুড়িগঙ্গার কাছে ঢাক বাজিয়ে যতদুর পর্যন্ত সেই ঢাকের শব্দ শোনা যায় ততদুর পর্যন্ত সীমানা নির্ধারণ করে ওই এলাকাকে রাজধানী বানান। আর তাই সেই এলাকাকেই ’ঢাকা’ নামে ডাকা হয়।
এছাড়াও জনশ্রুতি আছে- একসময় এ অঞ্চলে প্রচুর ‘ঢাক’ নামক গাছ ছিল। যা থেকে ঢাকা নামের উৎপত্তি। কেউ কেউ বলেন ‘ঢাকাইয়া ভাষা’ নাম থেকে ঢাকা নামের প্রচলন। আবার এরকমও শোনা যায়- এ অঞ্চলটি এক সময় প্রচুর গাছপালায় অর্থাৎ বনাঞ্চলে ঢাকা ছিল বলেই এর নামকরণ হয় ঢাকা।
১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খাঁ চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়।