ওসমানীনগরে করোনা সচেতনতায় চষে বেড়াচ্ছেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:১২,অপরাহ্ন ২৫ মার্চ ২০২০
767 - 767Shares
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে করোনা নিয়ে আতঙ্কিত লোকজনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন নির্দেশেনার সচেতনতা অব্যাহত রয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামাঞ্চলে বিদেশ ফেরত লোকজনদের নজরদারি অব্যাহত রয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, অদৃশ্য প্রলয় করোনা ভাইরাস নিয়ে জনগণকে সচেতন রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার লোকজনের আতংক দূর করার জন্য নিমিত্তে মাঠে তৎপরতা বৃদ্ধি করেছেন। উপজেলার বিভিন্ন হাটবাজারে নিজে গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। আতংকিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য উৎসাহিত করছেন। উপজেলার কোথাও করোনা নিয়ে তথ্য না থাকলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। কোচিং বা খাবার হোটেলে নজরদারি অব্যাহত রয়েছে। এসব বিষয়ে তথ্য ও নজরদারীর জন্য প্রশাসন ছাড়াও ইউনিয়ন ভিত্তিক নির্দেশনা দেয়া হয়েছে। এ নিয়ে তৎপর রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার।
সার্বিক বিষয়ে তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে বৈঠক করেছি। নিরাপত্তামূলক সকল ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাকৃতিক ওই প্রলয় নিয়ে কোন প্রকার গুজব না ছড়িয়ে লোকজনকে সচেতন ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার অনুরোধ করেন তিনি। এছাড়াও বিদেশ ফেরত লোকজনকে কোয়ারেন্টিনে থাকা এবং এ সংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহবান জানানো হয়েছে।
767 - 767Shares