খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ : সিলেট যুবদলের প্রতিবাদ মিছিল
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:০৬,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৯
4 - 4Shares
সুরমা নিউজ :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল।
শনিবার (১৪ ডিস্বের) দুপুর ২টায় নগরীর নয়াসড়ক পয়েন্টে মিছিল যাওয়ার পরই পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া করে। পুলিশের লাঠিচার্জে ৪ যুবদল নেতা আহত হন। এরপর জিন্দাবাজার তাতীপাড়া থেকে মিছিল বের করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন- সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারের মধ্যে মারার চিন্তা করছে। নানা টালবাহানায় খালেদা জিয়ার জামিন না মঞ্জুর করেছে। জামিন আবেদন খারিজ করে দেশনেত্রীর মুক্তিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধাগ্রস্থ করছে। যেকোন মূল্যে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেকের সভাপতিত্বে মিছিল-পথসভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাহিবুর রহমান সাজুয়ান, তোফাজ্জুল হোসেন বেলাল, সাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম মঞ্জুর, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমেদ, মিজানুর রহমান নেসার, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শফি সাহেদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগরের সদস্য উসমান গনি, জেলার সদস্য ফখরুল ইসলাম রুমেল, মকসুদুল করিম নোহেল, কয়েস আহমদ, আলী আহমদ আলম, মাসুক আহমদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মির্জা সম্রাট, আব্দুল মতিন, ইসহাক আহমদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুর রহমান আমিন, মহানগর যুব দলের আহবায়ক কমিটির সদস্য এস এম পলাশ, নাছির উদ্দিন রহিম প্রমুখ।
4 - 4Shares