আত্ননির্ভরশীল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যান নারীরা -মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ১১:৩২:০৭,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৯
সুরমা নিউজ:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন একজন উদ্যেক্তা হিসাবে কঠোর মনোবল, উদ্যাম প্রানশক্তি ও আত্নবিশ্বাস কে সঙ্গী করে শত বাধা পেড়িয়ে একজন আত্বনির্ভরশীল ব্যাবসায়ি হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যান নারীরা। একজন আত্ননির্ভরশীল নারী তখনই একজন উদ্যোক্তা পরিণত হন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন।
গতকাল মঙ্গলবার সন্ধায় নগরীর রিকাবি বাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত তৃণমূল নারী উদোক্তা সোসাইটি গ্রাসরুটস এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও জাতীয় নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ন্যাশানাল হকার্স পার্টির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ, নব নির্বাচিত সভাপতি শাহিন আকতার সাথী, সংগীত শিল্পী আসনের জোতিষ দাশ, ভৃটানের বিভিন্ন সদস্য বৃন্দ বক্তব্য রাখেন।