রায়হান আহমেদকে নবদূর্ত সামাজিক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০:৫০:৩২,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, বালাগঞ্জ :
আল-ফোরকান ফাউন্ডেশন ও বিশ্বনাথ আইডিয়াল এসোসিয়েশন বার্সেলোনা স্পেন এর প্রেসিডেন্ট, দারুল উলুম তাহিরপুর মাদ্রাসার প্রিন্সিপাল,বালাগঞ্জ আলহেরা আইডিয়াল একাডেমির পরিচালক এইচ এম রায়হান আহমেদকে নবদূর্ত সামাজিক ফোরামের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টায় আর্ক হোম এর হল রুমে এ সম্বর্ধনা প্রদান করা হয়।
নবদূর্ত সামাজিক ফোরামের চেয়ারম্যান মাওলানা রফিক আহমেদ এর সভাপতিত্বে সাংবাদিক আনহার বিন সাইদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নবদূর্ত সামাজিক ফোরামের উপদেষ্টা জননেতা আলহাজ্ব দিলওয়ার হোসাইন।
এ সময় উপস্থিতি ছিলেন প্রিন্সিপাল মাও,জাকির আহমেদ, মোঃ আব্দুল মালিক,মাও,বশির উদ্দীন, ইদ্রিছ আহমেদ, মোঃ মকছুদুল আম্বিয়া, ইছানুর, প্রমুখ।