ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : 11:35:47,অপরাহ্ন 18 November 2019
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ওসমানীনগর উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নূল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ নুর রহমান শানুর, মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান এমরান রব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, স্বেচ্চাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা চলতি দায়িত্ব আব্দুল মুমিন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, আনসারভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাজা মিয়া, মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিপন সূত্রধর, খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় প্রসাদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি কমিটি গঠনসহ গুরুত্বপূর্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। এসময় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের তাৎপর্ষ তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের ক্ষেত্রে সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার।