জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইমার্জিং দল
প্রকাশিত হয়েছে : ২:৩৬:৪৮,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ইমার্জিং দলের বোলারদের তোপে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে হংকং ইমার্জিং দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে এক উইকেটে ৯৪ রান তুলেছে স্বাগতিকরা। জয়ের জন্য বাকি ৩৪.৪ ওভারে স্বাগতিকদের দরকার আর ৭১ রান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চার নম্বর মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
সকালে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। বোলাররা তার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে প্রথম ২৫ ওভারে ৭৬ রানে হংকংয়ের পাঁচ ব্যাটসমানকে আউট করেন। এরপর ৬ষ্ঠ উইকেট জুটিতে ৫১ রান তোলে হংকং। দলীয় ১২৭ রানে সফরকারিদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করা হারুন আরশাদকে ফিরে গেলে আর তেমন প্রতিরোধ গড়তে পারেনি হংকং। নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে তারা।