মৌলভীবাজারে মাদক ব্যবসায়ীর হাতে রিকশা চালক খুন!
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৩৮,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারের রঘুন্দনপুর এলাকায় প্রভাবশালী মাদক ব্যবসায়ী শামিম আহমদের হাতে আব্দুল মালিক (৪৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। গত সোমবার ২১ অক্টোবর বিকেল সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ও আব্দুল মালিকের শশুর ইলিয়াছ আলী জানান, তাদের প্রতিবেশী শামিম আহমদ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই মাদক ব্যবসায়ী গত ২০ অক্টোবর রোববার সকালে আমার জামাতার বাড়িতে মাদক সেবন করতে আসে। সেসময় আব্দুল মালিক মাদক ব্যবসায়ী শামিম আহমদকে মাদক সেবনে বাঁধা দেয়। এক পর্যায়ে শামিম ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে মালিককে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে মালিককে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ অক্টোবর) বিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।