কেন্দ্রীয় যুবলীগের সম্মেলন ২৩ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৫৩,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৯
সুরমা নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষকলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
কৃষকলীগ ২ নভেম্বর, শ্রমিকলীগ ৯ নভেম্বর, স্বেচ্ছাসেবক লীগ ১৬ নভেম্বর ও যুবলীগের সম্মেলন ২৩ নভেম্বর প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
তবে কৃষকলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন হয়ে ৪ থেকে ৬ নভেম্বরের মধ্যে যে কোনো দিন হতে পারে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মেলনের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।