ওসমানীনগরে মাদরাসায় বৃক্ষ রোপন কর্মসুচি
প্রকাশিত হয়েছে : 8:10:48,অপরাহ্ন 11 September 2019
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরের পশ্চিম মোবারকপুর জামেয়া লুৎফিয়া হাফিজিয়া মাদরাসায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্ধোধন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি বশির মিয়া, সদস্য সামছুল ইসলাম শামীম, মাদরাসার নায়েবে মোহাতামিম শেখ বিলাল আহমদ, শিক্ষক হাফিজ তাজুল ইসলাম, মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা জিল্লুর রহমান, হাফিজ মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ব্যাক্তিবর্গ অত্র মাদরাসার নির্বাহী পরিচালক ও মোবারকপুর ওয়েল ফেয়ার ট্রাষ্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজল উদ্দিনের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে বলেন, অত্র মাদরাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে ফজল উদ্দিনের সার্বিক সহযোগিতায় এলাকার দীনি শিক্ষা প্রসারে গুরুপূর্ণ অবদান রাখছে। আমরা আশাবাদি এই মাদরাসায় দ্বীনি শিক্ষাকে আরও এগিয়ে নিতে তাঁর অবদান অব্যহত থাকবে।