ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৬জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮:০৮:১৭,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার মোল্লাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রেজাউল ইসলাম, রাউতখাই গ্রামের মৃত তাহিদ উল্যার ছেলে মফুর মিয়া ও তার মা সাফিয়া বেগম, লামাপাড়া গ্রামের মুসলিম মিয়ার ছেলে মনছুর আলী ও তার ভাই শাকিল মিয়া এবং গোয়ালাবাজারের আবদুল হেকিমের ছেলে টিপু সুলতান।
গত মঙ্গলবার রাতে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্ত্তী ও মনিরুল ইসলাম, এএসআই বিকাল সরকার, দিবাস চন্দ্র দাস ও আবুল কালাম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতাকৃতদের মধ্যে রেজাউল ইসলাম একটি মামলায় ১১মাসের সাজা ও ২০লাখ টাকা জরিমানা এবং মফুর মিয়া ও তার মা সাফিয়া বেগমের বিরুদ্ধে একটি মামলায় ৬মাসের সাজা প্রাপ্ত হয়ে পলাতক ছিল। ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্ত্তী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।