মেঘনায় ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : 2:24:18,অপরাহ্ন 11 September 2019
সুরমা নিউজ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার মেঘনা থানার প্রবেশ পথে ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবীতে স্থানীয় এবং প্রবাসী কয়েকটি সংগঠনের উদ্যোগে গত ৭ই সেপ্টেম্বর স্হানীয়ভাবে মানববন্ধন করা হয়। প্রবাসী মেঘনা বাসীদের সংগঠন মেঘনা ফাউন্ডেশন অব ইউএসএ এবং মেঘনা কুয়েত প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ উক্ত মানব বন্ধনের প্রতি একাত্মতা প্রকাশ করে। মেঘনা ফাউন্ডেশন অব ইউএসএ এর পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করে যৌথ বিবৃতি দানকারীরা হলেন সংগঠনের সভাপতি জিল্লুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ সভাপতি সেলিম হোসেন, প্রধান উপদেষ্টা মিয়া মোহাম্মদ দাউদ, কোষাধ্যক্ষ মোঃ রিপন সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা সুমি প্রমুখ।