খাদিমপুর পূর্বপাড়া ইসলামী যুব সংঘ ইউকে’র পক্ষথেকে গৃহহীনদের নগদ অর্থ প্রদান
প্রকাশিত হয়েছে : ৭:৪০:৫৮,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৯
সুরমা নিউজ:
ওসমানীনগরে খাদিমপুর পূর্বপাড়া ইসলামী যুব সংঘ ইউকের পক্ষথেকে গৃহহীনদের গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ রবিবার (১১আগস্ট) উপজেলার খাদিমপুর-নিউ মার্কেট প্রবাসী কার্যালয়ে এ নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় আওলাদ আলী (মাস্টার) ও জিতু মিয়া (সাবেক মেম্বার) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমপুর পূর্বপাড়া ইসলামী যুব সংঘ ইউকের সভাপতি নুরুল হক নজরুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আহাদ আলী, হাজী ছুরত আলী, আব্দুর রউফ, খালিক মিয়া প্রমুখ।
গৃহ নির্মাণের জন্য ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন খাদিমপুর পূর্বপাড়ার মৃত মোহাম্মদ আনোর আলীর ছেলে হাফিজ মোঃ আলী।