ওসমানীনগরের মুতিয়ারগাঁওয়ে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১০,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর ইপজেলার গোয়ালাবাজার ইউপির মুতিয়ার গাও চৌধুরীবাড়ি সমাজ কল্যান সংস্থার উদোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার প্রায় দুই শতাধিক গরিব পরিবারের মধ্যে উক্ত ঈদ সমাগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে এক আলোচনা ভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, দ্যা গোলন্ডেন কিন্ডর গাডেন স্কুলের প্রিন্সিপাল আব্দুল মুকাত চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সংস্থার উপদেষ্টা আব্দুল আক্তার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন গোয়ালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়েছ আহমদ চৌধুরী, ব্যাবসায়ী নাঈম আহমদ চৌধরী, সাদিপুর ইউনিয়নের সদস্য মানিক মিয়া, হাফিজ মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি আব্দুল মালিক চৌধুরী, সাধারণ সসম্পাদক জাকির হোসেন চৌধুরী, আহমাদ চৌধুরী, সাফিক চৌধুরী রাহাত চৌধুরী, হাসান চৌধুরী, কারো মিয়া, আব্দুল বাতের চৌধুরী, খালিক মিয়া, মনাই মিয়া, দিনার হোসেন, হাফিজ কাউছার, রেজন প্রমুখ।