ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১:৩৭:৪৫,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯
স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলকে নিয়ে ইংল্যান্ডে আয়োজন করা হয়েছে ত্রিদেশীয় সিরিজ। চলতি ত্রিদেশীয় সিরিজে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার (৭ আগস্ট) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। শেষ ম্যাচে ক্ষুদে টাইগারদের প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।
এরই মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। তাই আজ ভারতের বিপক্ষে কোনো চিন্তা ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ যুবারা।
ব্যাকেনহামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
ভারত অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: প্রিয়ম গর্গ (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, ঠাকুর তিলক বর্মা, দিব্যাংশ সাক্সেনা, শাশ্বত রাওয়াত, ধ্রুব চাঁদ জুরেল (উইকেটকিপার), শুভাঙ্গ হেজ, রবি বিষ্ণই, বিদ্যধর পাতিল, সুশান্ত মিশ্র, রসিক সালাম, সমীর রিজভি, প্রজ্ঞেশ কানপিলেওয়ার, কামরান ইকবাল, প্রিয়েশ প্যাটেল (উইকেটকিপার), করণ লাল, পূর্ণক ত্যাগী ও অংশূল খাম্বোজ।