সিলেটে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মন্ত্রী বরাবরে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : 10:34:23,অপরাহ্ন 21 July 2019
সুরমা নিউজ:
সিলেটে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এম.পি’র হাতে গত ২০ জুলাই শুক্রবার রাতে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট ইসলামী বিশ্ববিদ্যালয় দাবী বাস্তবায়ন পরিষদ এর উপদেষ্টা হাজী আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, কমরেড সিকন্দর আলী, মোঃ আলীম উদ্দিন মান্নান, রুস্তম খান, আহবায়ক মাওলানা ফিরোজ উদ্দিন, সদস্য সচিব সৈয়দ মুক্তাকিম আলী প্রমুখ নেতৃবৃন্দ।
স্মরকলিপিতে উল্লেখ করা হয়েছে, হযরত শাহজালাল ও শহপরান (র:) সহ তিনশ ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট, সুরমা নদীর তীর ঘেষা অঞ্চলের মানুষ ধর্মপরায়ন। সিলেট একটি সরকারি আালিয়া মাদরাস সহ অসংখ্য মাদরাসা থাকলেও কোন সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় নেই। দেশে একটি মাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে। একটি মাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় থাকার কারণে অনেক শিক্ষার্থী ধর্মীয় বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে না। বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করলেও ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের কোন উদ্যোগে গ্রহণ করেনি। অথচ বাংলাদেশে শতকরা ৯৫ জন মানুষ মুসলিম। ‘সিলেট ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী’ এখন সিলেট বিভাগের কোটি মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, মন্ত্রী শাহাব উদ্দিন এর মাধ্যমে সিলেট বিভাগের ২১ জন সংসদ সদস্য আগামী জাতীয় সংসদ অধিবেশনে ‘সিলেট ইসলামী বিশ্ববিদ্যালয়’ স্থাপনের জন্য বিল আকারে উত্থাপন করবেন।
সিলেট বিভাগের মানুষের প্রাণের দাবী সিলেট ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন বিষয়ক বিল সংসদে উত্থাপন করে, তা পাস করিয়ে বাস্তবায়ন করার মাধ্যমে ইতিহাসের পাতায় চির অম্লান হওয়ার আহবান জানিয়েছেন সিলেট ইসলামী বিশ^বিদ্যালয় দাবী বাস্তবায়ন পরিষদ এর নেতবৃন্দ। বিজ্ঞপ্তি