সাইফুদ্দিন ইনজুরিতে, কাল খেলতে পারেন রুবেল
প্রকাশিত হয়েছে : ১২:৪২:৩১,অপরাহ্ন ২০ জুন ২০১৯
স্পোর্টস ডেস্ক:
আঘাত পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন। পিঠের চোটে শঙ্কা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেলতে পারার। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সাইফউদ্দিন না খেললে তার স্থানে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন। সাইফ এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন – ৪ ম্যাচে নিয়েছেন ৯টি। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন।