
ক্রীড়া ডেস্ক:
সোমবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে ব্রিস্টলে। বিরূপ আবহাওয়ার জন্য বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টস হতে দেরি হচ্ছে। স্থানীয় সময় বেলা দশটায় টস হওয়ার কথা ছিল।বাংলাদেশ দল মাঠেই আসেনি তখন পর্যন্ত। সাড়ে দশটায় পিচ পরিদর্শনে মাঠে নামবেন আম্পায়াররা।
ওয়ানডেতে উপমহাদেশের দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপে নিজ মহাদেশের প্রতিপক্ষদের মধ্যে কেবল লঙ্কানদের বিপক্ষেই কোনো জয় নেই তাদের। তিন ম্যাচ খেলে হেরেছে তিনটিতেই। ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে মঙ্গলবার খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বাংলাদেশ ধরে রাখতে পারেনি ধারাবাহিকতা। পরের দুই ম্যাচে হারে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে। শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কা পরের ম্যাচে হারায় আফগানিস্তানকে। পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের তৃতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিতে তারা মরিয়া।