ওসমানীনগরে মাটিহানী ফুটবল ও ক্রিকেট ক্লাবের ইফতার-দোয়া মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১:৪৬:০০,অপরাহ্ন ০৩ জুন ২০১৯
401 - 401Shares
সুরমা নিউজ:
ওসমানীনগরে মাটিহানী ফুটবল ও ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে ইফতার এবং দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার (০২ জুন) উমরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মাটিহানী ইলিভেন ইয়াং স্টার ফুটবল ও ক্রিকেট ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাটিহানী ফুটবল ক্লাবের সভাপতি রাশেদ আলী টিটু’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- আ: হাশিম, নাছিম আহমদ, ফুটবল ক্লাবের সহ-সভাপতি আ: আলীম, ক্রিকেট ক্লাবের সাধারন সম্পাদক আ: কাইয়ুম।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন ছাদিক উল্লা, এলাইছ মিয়া, মেন্দি মিয়া, আ: খালিক, কামাল মিয়া, দিলাল মিয়া, হারুন আহমদ, মন্নান মিয়া, জুনেদ আহমদ জয়, শাহজান আহমদ, আবু সুফিয়ান, এমরান আহমদ, আ: মুকিদ, মইনুল সাদি, শাহজাহান আহমদ, আনু মিয়া, আলমগীর কিবরিয়া, লোকমান আহমদ, শাহ আলম, রহমত আলীসহ ফুটবল ও ক্রিকেট ক্লাবের সদস্য বৃন্দ।
এসময় বক্তারা বলেন, মাটিহানী ইলেভেন ইয়াং স্টার ক্রিকেট ও ফুটবল ক্লাব যেভাবে খেলাধুলার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক করে যাচ্ছে তা প্রশংসনীয়। ভবিষ্যতে আরো সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন তারা।
401 - 401Shares