বউ বদলের জের : বন্ধুর হাতে বন্ধু খুন
প্রকাশিত হয়েছে : ৫:১৪:৩৫,অপরাহ্ন ১৬ মে ২০১৯
200 - 200Shares
সুরমা নিউজ ডেস্ক:
রেজাউল ইসলাম ও বাদল মিয়া দুই বছর আগে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে জেলখানায় ছিলো। পরে তারা জামিনে মুক্ত হয়ে বন্ধুত্বের সুবাদে একে অপরের বাসায় যাতায়াত করতো। আসা যাওয়ার এক পর্যায়ে রেজাউল ও বাদলের স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক বছর আগে রেজাউল বাদলের স্ত্রী নার্গিস বেগমকে পালিয়ে যায় । এর ছয় মাস পরই রেজাউলের গর্ভবতী স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে পালিয়ে যান বাদল।
বাদলকে বিয়ের পরও ফাতেমা আগের স্বামী রেজাউলের সাথে যোগাযোগ রাখছিলো। এতে বাদল ক্ষিপ্ত হয়ে রেজাউলের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এরই জেরে বুধবার দুপুরে রেজাউল সন্তান দেখার অজুহাতে বাদলের আদমদীঘির পশ্চিম লকু কলোনীর বাসায় গিয়ে তাকে গালিগালাজ ও হুমকি দেয়। পরে রাত ৮টার দিকে তারাবি নামাজের সময় বাদলের বাসায় প্রবেশ করে রেজাউল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রাতেই আহত বাদলকে প্রথমে নওগাঁ সদর ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাদল হচ্ছে নওগাঁর কালিতলার শহিদুল ইসলামের পুত্র ও রেজাউল ইসলাম হচ্ছে একই জেলার বালুডাঙ্গার আফতাব আলীর পুত্র।
আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
200 - 200Shares