জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বড় ভাইয়ের সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছে ছোট ভাই। উপজেলার পাটলী ইউনিয়নের কচুরকান্দি গ্রামের মোবারক মিয়ার বড় ছেলে মাসুক মিয়া ও ছোট ছেলে ফারুকের মধ্যে এই ঘটনা ঘটে।
রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বড় ভাই মাসুক মিয়া পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ছোট ভাই ফারুক মিয়াকে গালিগালাজ করেন। পরে অভিমানে পরিবারের লোকজনের অগোচরে নিজ কক্ষে ব্লেড দিয়ে নিজের শরীর ছিঁড়ে রক্তাক্ত করে ফেলে ফারুক মিয়া। ক্ষতবিক্ষত অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক আলী খান রুবেল বলেন, যুবকের শরীরের ১৫টি স্থানে ধারালো ব্লেডের আঘাত রয়েছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ কোনো অভিযোগ করেনি।