নিজস্ব প্রতিবেদক:
প্রবাসে থেকেই নির্বাচনে লড়তে চান বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। স্থানীয় পর্যায়ে এসব নেতার প্রভাব ও জনপ্রিয়তার কারণে দলে তাদের বিকল্প এখনো তৈরি হয়নি বলেই নেতাকর্মীদের ভাষ্য। আইনি জটিলতায় শেষ পর্যন্ত এসব নেতা নির্বাচনে অংশ নিতে না পারলে তাদের পরিবারের সদস্যরা নির্বাচনের মাঠে থাকবেন বলে জানা গেছে।
বিদেশে অবস্থানকারী যেসব নেতাদের জন্য মনোনয়ন ফরম নেওয়া হয়েছে তারা হলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জন্য ঢাকা-৬ থেকে মনোনয়ন কিনেছেন তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের জন্য কিশোরগঞ্জ-৩ আসনের ফরম নিয়েছেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দুলাল শিকদার।
মালয়েশিয়ায় অবস্থানকারী ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ূমের জন্য ঢাকা-১১ আসন থেকে ফরম নিয়েছেন বিএনপির নেতা শামসুল হক। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নামে ফরম তোলা হচ্ছে কক্সবাজার-১ আসনের জন্য।
দীর্ঘ দিন পর দেশে ফিরে চাঁদপুর-১ (কচুয়া) আসনের জন্য ফরম কিনেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তার স্ত্রী ও মহিলা দলের সাবেক সহ-সভানেত্রী নাজমুন্নাহার বেবীও নিয়েছেন একই আসনের ফরম।