সুরমা নিউজ :
সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকা থেকে দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইটের সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬৫১ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলো- আম্বরখানা কলবাখানি এলাকার মৃত মো. আলাউদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া (৩৮), তারাপুর চা বাগানের মৃত বিধু মোদীর ছেলে কোটন মোদী (৩৫) ও আলীবাহার চা বাগান এলাকার মৃত সুনু মিয়ার ছেলে মো. শাহীন মিয়া (২০)।
উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ আটককৃত ব্যাক্তিদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।